বাংলাদেশের ওপর দিয়ে জ্বালানি তেলে নেয়ার সকল আয়োজন সম্পন্ন করেছে ভারত। এরই ধারাবাহিকতায় ভারত থেকে ‘শুভেচ্ছা স্বরূপ’ ২২০০ টন গ্যাস অয়েল (ডিজেল) নিয়ে দিনাজপুরের পার্বতীপুরে আসছে একটি বিশেষ ট্রেন। বিশেজ্ঞরা ধারণা করছেন এটা এক ধরনের কৌশল নিয়েছে ভারত। যেভাবে বাংলাদেশের ওপর দিয়ে ট্রানজিট ব্যবহার করছে একইভাবে বাংলাদেশের ওপর দিয়ে জ্বালানি তেল পরিবহন করার প্রথম পদক্ষেপ হিসেবে এই আয়োজন করেছে দেশটির। : নেপালের বর্তমান অবস্থার কথা বিবেচনা করে বিশেজ্ঞরা এই বিষয়টিকে সতর্কতার সাথে দেখছেন। তাদের ধারণা এর ফলে বাংলাদেশও নেপালের ভাগ্য বরণ করতে পারে। বর্তমানে ভারত নেপালে জ্বালানি তেল সরবরাহ বন্ধ করে দেয়ার কারণে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে দেশটির জনগণকে। : পশ্চিমবঙ্গের শিলিগুড়ির নুমালিগড় তেল শোধনাগার (এনআরএল) থেকে বাংলাদেশে ডিজেল রফতানি করা শুরু করল ভারত। গত বৃহস্পতিবার থেকেই পরীক্ষামূলকভাবে প্রথম পর্যায়ে ট্রেনে করে এই জ্বালানি তেল পাঠানো হলো বাংলাদেশের উদ্দেশ্যে। এদিন শিলিগুড়ির মার্কেটিং টার্মিনাল থেকে পতাকা নাড়িয়ে তেলবাহী ট্রেনের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন ভারতের পেট্রোলিয়াম ও গ্যাস মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এসময় সেখানে উপস্থিত ছিলেন দার্জিলিং-এর বিজেপি দলের সংসদ সদস্য এস এস আলুওয়ালিয়া, ভারতের তেল, রেল মন্ত্রণালয় ও কাস্টমসের শীর্ষ কর্মকর্তারা। : ভারতের রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল সংস্থা অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন (ওএনজিসি)-এর তরফে এক প্রেস বিবৃতিতে একথা জানানো হয়েছে। ভারত-বাংলাদেশের সৌহার্দ্যপূর্ণ অবস্থানের কথা মাথায় রেখে প্রাথমিকভাবে ইউরো-থ্রি গ্রেডের ২২০০ টন (২৭০০ কিলোলিটার) ডিজেল রফতানি করা হবে। ভারতীয় রেলের ওয়াগন করে শিলিগুড়ি দিয়ে বাংলাদেশের পার্বতীপুরে অবস্থিত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) পর্যন্ত এই ডিজেল সরবরাহ করা হবে। শিলিগুড়ি দিয়ে ভারতীয় রেলের ৪২টি ওয়াগন (প্রতিটিতে ৬৪ কিলোলিটার তেল ধরে) সম্বলিত একটি ট্রেনে করে প্রায় ৫১৬ কিলোমিটার পথ অতিক্রম করে আগামী ১৯ মার্চ পৌঁছবে পার্বতীপুরে। ওইদিন সেই তেলবাহী ট্রেনটিকে স্বাগত জানাবেন বাংলাদেশের গ্যাস ও তেলমন্ত্রী ও এনজিসি বিবৃতিতে বলা হয় গত বছরের জুন মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকার সফরেই জ্বালানি তেল সরবরাহের জন্য দুই দেশের মধ্যে পাইপ লাইন বসানোর বিষয়ে সিদ্ধান্ত হয়। : এই প্রকল্প বাস্তবায়িত করতে ১৩৫ কিলোমিটার দীর্ঘ পাইপলাইনের মধ্যেই দিয়ে বাংলাদেশে এই তেল সরবরাহ করা হবে। এর মধ্যে ১৩০ কিলোমিটার বাংলাদেশের অংশে এবং বাকি ৫ কিলোমিটার পাইপ লাইন বসানো হবে ভারতীয় অংশে। আসাম থেকে শিলিগুড়ি হয়ে এই পাইপ লাইন যাবে পার্বতীপুরে। পার্বতীপুর রেল স্টেশন মাস্টার জিয়াদুল আহসান জানান, ৪২টি তেলবাহী লরি নিয়ে ট্রেনটি বৃহস্পতিবার ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে রওনা দিয়েছে। শুক্রবার রাতেই দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশনে পৌঁছানোর কথা রয়েছে। গ্যাস অয়েল গ্রহণ করতে শনিবার দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে আসছেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ, জালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, পেট্রোবাংলার চেয়ারম্যান মাহমুদ রেজা খান। : এ ব্যাপারে পার্বতীপুর হেড অয়েল ডিপোর ইনচার্জ শাহজাহান হাওলাদার জানান, জ্বালানি খাতে বাংলাদেশ-ভারতের সহযোগিতা সম্প্রসারণের পদক্ষেপ হিসেবে সরবরাহ করা দুই হাজার দুইশ’ টন গ্যাস ওয়েল (ডিজেল) ‘শুভেচ্ছা স্বরূপ’ পার্বতীপুরে আসছে। এর আগে ২০১৫ সালের এপ্রিলে ভারতের লুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। শাহজাহান হাওলাদার জানান, চুক্তি অনুযায়ী এনআরএল শিলিগুড়ি থেকে বিপিসির পার্বতীপুরের রেলওয়ে হেড ডিপো সংরক্ষণাগার পর্যন্ত ১৩০ কিলোমিটার পাইপলাইন বাস্তবায়ন হবে। আপাতত রেলপথেই তেল আনা হবে। এ তেল বিক্রি হবে ৬৫ টাকা ৮১ পয়সা লিটার দরে।
Share!