টি২০ বিশ্বকাপে কলকাতায় আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। আগের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হারায় ম্যাচটিতে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই মহেন্দ্র সিং ধোনিদের। প্রতিপক্ষ পাকিস্তান হওয়ায় বাড়তি উত্তেজনা যোগ করেছে ম্যাচটি। অন্যদিকে প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে এ মুহূর্তে দারুণ আত্মবিশ্বাসী পাকিস্তানও।ভারত-পাকিস্তান লড়াই মানেই দর্শকদের কাছে আলাদা আকর্ষণ, ভিন্ন উত্তেজনা। জয়-পরাজয়ের বাইরেও উপমহাদেশের এ দুই দলের মুখোমুখিতে নিজেদের মতো করে উত্তাপ খুঁজে নেন ক্রিকেটানুরাগীরা। কিন্তু আইসিসির বড় কোনো আসরের ক্ষেত্রে চিরচেনা প্রতিপক্ষটির বিপক্ষে ভারতের যেন একচেটিয়া রাজত্ব! ওয়ানডে কিংবা টি২০— কোনো ফরম্যাটেই ভারতের সঙ্গে সফলতা নেই পাকিস্তানের। তাই পরিসংখ্যানের পাশাপাশি বড় আসরে মানসিকভাবেও যেন পিছিয়ে থাকে পাকিস্তান। তবে চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে মাঠে নামার আগে ভারতীয় শিবিরেও উত্তেজনার কমতি নেই। এটিকে শুধুই একটি ম্যাচ হিসেবে দেখতে নারাজ স্পিনার রবিচন্দ্র অশ্বিন। তার মতে, এটি অ্যাসেজের চেয়েও বেশি কিছু। অশ্বিন বলেন, ‘আমি মনে করি, ভারতীয় ও পাকিস্তানিরা এটিকে শুধু একটি ম্যাচ হিসেবেই দেখে না। এটি সীমান্ত লড়াইয়ের চেয়েও বেশি কিছু।’ তিনি যোগ করেন, ‘দর্শকরা তাদের আবেগ খেলার মধ্যে নিয়ে আসে। খেলোয়াড়দের চেষ্টা থাকে, আবেগ পাশে রেখে নিজেদের সেরাটা উপহার দেয়া।’টি২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তানের এ ম্যাচ নিয়ে নাটকীয়তা শুরু হয়েছে আগে থেকেই। প্রথম দিকে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ধর্মশালায়। কিন্তু পাকিস্তানি ক্রিকেটারদের নিরাপত্তা ইস্যুতে ভেনু পাল্টে ম্যাচটি কলকাতার ইডেন গার্ডেনে সরিয়ে নেয়া হয়। একই সঙ্গে বেশ নড়বড়ে একটি দল নিয়েই ভারত সফরে এসেছিল পাকিস্তান। তবে বাংলাদেশের বিপক্ষে ৫৫ রানের জয়ে পুরো দলের অবস্থাটাই যেন বদলে গেছে। ওই ম্যাচে ১৯ বলে ৪৯ রান ও দুই উইকেট নিয়ে দলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন শহীদ আফ্রিদি। ওই জয়ে মনোবল চাঙ্গা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে হারলেও ভারতকে সমীহের চোখেই দেখছেন পাকিস্তানের ছোট ফরম্যাটের অধিনায়ক। তিনি বলেন, প্রথম ম্যাচ হারলেও ভারত খুবই ভালো ক্রিকেট খেলছে।বিশ্বকাপের এক হারে দলের প্রতি আস্থা কমেনি ভারতের সীমিত ওভারের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিরও। তিনি বলেন, ‘কীভাবে ঘুরে দাঁড়ানো যায় সেটাই গুরুত্বপূর্ণ। আমি মনে করি, এর আগে দল অনেকবারই এটা করতে সমর্থ হয়েছে।’
পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত
Share!