বিটিএস তারকা সুগা নিষিদ্ধ হতে পারেন
Posted by: newsfair
August 19, 2024
in বিনোদন
Leave a comment
গভীর রাতে মদ্যপান করে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনার কবলে পড়েছেন বিটিএস তারকা সুগা। মদ্যপান করে গাড়ি চালানো বেআইনি হলেও তিনি ওই অবস্থায় বাইক চালাচ্ছিলেন। যার ফলে রাজধানী সিওলে তার বাড়ি থেকে কিছুটা দুরে গিয়ে দুর্ঘটনায় পড়েন তিনি। ৬ আগস্ট এই ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় গুরুতর আহত না হলেও বেশ বিতর্কে পড়েছেন এই গায়ক। এ ঘটনায় তার ড্রাইভিং লাইসেন্স বাতিল করেছে দেশটির পুলিশ। তাকে জরিমানাও করা হয়েছে। সুগা পুলিশকে জানিয়েছেন যে দুর্ঘটনার আগে তিনি শুধুমাত্র এক গ্লাস বিয়ার পান করেছিলেন।
বিটিএস-এর প্রচারণা সংস্থা বিগহিট এন্টারটেইনমেন্ট প্রাথমিকভাবে দাবি করে যে, দুর্ঘটনার সময় সুগা একটি বৈদ্যুতিক কিকবোর্ড ব্যবহার করছিলেন।এদিকে বিতর্কিত এই ঘটনায় সামাজিক মাধ্যমে বেশ সমালোচনার মুখে পড়েছেন সুগা। ভক্তদের কাছে ক্ষমাও চেয়েছেন এই গায়ক। তবু তাকে ঘিরে বিতর্ক যেন শেষ হচ্ছে না! তার এমন কর্মকাণ্ডে বিরক্ত প্রকাশ করছেন অনেকেই।
সম্প্রতি কোরিয়ান টিভি চ্যানেল কেবিএস জানিয়েছে, এ চ্যানেলে নিষিদ্ধ হতে পারেন সুগা। পুলিশের তদন্তে দোষী প্রমাণিত হলে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে চ্যানেলটি।
2024-08-19