সরাসরি কার্গো বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করবে, যুক্তরাজ্য। গতরাতে টেলিফোনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে এমন আশ্বাস দিয়েছেন, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী।
এছাড়া, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নে নেয়া পরিকল্পনাকে স্বাগত জানান তিনি।
শুক্রবার সাড়ে নয়টায়, বৃটিশ পররাষ্ট্রমন্ত্রীকে টেলিফোন করেন, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বলেন, বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নে বাংলাদেশ ও যুক্তরাজ্য এক সাথে কাজ কোরে যাচ্ছে। চূড়ান্ত পর্যায়ে রয়েছে, বেসামরিক বিমান নিরাপত্তা বিষয়ক দুটি কোম্পানির সাথে চুক্তি সম্পাদনের আলোচনা। এ সময় বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, দু’দেশের ঐতিহাসিক সম্পর্কের ভিত্তিতে, ঢাকা-লন্ডন সরাসরি বিমান পরিচালনায় অসুবিধা হবে না।