Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

বিশ্বের সুখীতম দেশ ডেনমার্ক

বিশ্বের সুখীতম দেশ হিসেবে তালিকায় এসেছে ডেনমার্কের নাম। আর সবচেয়ে অসুখী দেশ  বুরুন্ডি।

যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ইউনিভার্সিটির আর্থ ইনস্টিটিউট ও সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক (এসডিএসএন) বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনটিতে ধনী, দরিদ্র নির্বিশেষে সমস্ত দেশের প্রতি অসাম্য দূর করতে এবং পরিবেশ সুরক্ষিত রাখতে আহ্বান জানানো হয়েছে।এ বছর বিশ্বের সুখীতম ১০টি দেশের মধ্যে ডেনমার্কের পরে রয়েছে সুইজারল্যান্ড, আইল্যান্ড, নরওয়ে, ফিনল্যান্ড, কানাডা, নেদারল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও সুইডেন।আর সবচেয়ে অসুখী দেশগুলোর মধ্যে বুরুন্ডির আগে রয়েছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া ও আফগানিস্তান। এ ছাড়াও রয়েছে দারিদ্র্য জর্জরিত সাহারা মরুভূমি অঞ্চলের সাতটি দেশ- মাদাগাস্কার, তানজানিয়া, লাইবেরিয়া, গিনি, রুয়ান্ডা, বেনিন ও টোগো।সুখী দেশ হিসেবে গত বছর সুইজারল্যান্ড ও আইল্যান্ডের পর তৃতীয় অবস্থানে ছিল ডেনমার্ক।এ তালিকায় যুক্তরাষ্ট্র রয়েছে ১৩তম অবস্থানে, যুক্তরাজ্য ২৩তম, ফ্রান্স ৩২তম ও ইতালি ৫০তম অবস্থানে।এসডিএসএন’র প্রধান ও জাতিসংঘ মহাসচিবের বিশেষ উপদেষ্টা অধ্যাপক জেফ্রি স্যাশ বলেন, ‘আমার নিজের দেশ, অত্যন্ত ধনী, যুক্তরাষ্ট্রের জন্য খুব জোরালো একটি বার্তা বহন করছে। গত ৫০ বছরে দেশটি বিপুলসংখ্যক ধনী ব্যক্তি পেয়েছে, কিন্তু সুখী মানুষ পায়নি।’ইতালির রোমে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বার্তা স্পষ্ট। কেবলমাত্র অর্থের পেছনে দৌড়ানো একটি সমাজ ভুল কাজেই ব্যস্ত থাকে। আমাদের সমাজের বুনন দুর্বল হতে বসেছে, সামাজিক আস্থার জায়গা নষ্ট হচ্ছে, সরকারের প্রতি বিশ্বাস কমছে।’সাম্প্রতিককালে অসাম্য, সামাজিক বৈষম্য ও প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য হারানোর বিনিময়ে অনেক দেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে এবং এ প্রতিযোগিতা দিন দিন বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি।মাথাপিছু প্রবৃদ্ধি ও সুস্বাস্থ্যসহ বিভিন্ন তথ্যের ওপর ভিত্তি করে ১৫৭টি দেশের সুখী হওয়ার মাত্রা নির্ধারণ করা হয়েছে প্রতিবেদনটিতে। এ বছরের প্রতিবেদনটি চতুর্থ সংস্করণ।২০১২ সালে জাতিসংঘে সুখ ও স্বাচ্ছন্দ্য বিষয়ক এক আলোচনার পর প্রথম প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল। বর্তমানে একে গণনীতির অংশ হিসেবে প্রচারণার জন্য ভুটান, ইকুয়েডর, স্কটল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও ভেনিজুয়েলাতে ‘সুখ বিষয়ক মন্ত্রী’ নিয়োগ দেওয়া হয়েছে।২০১৬ সালের জরিপে দেখা গেছে, নির্দিষ্ট তিনটি দেশ- আয়ারল্যান্ড, আইল্যান্ড ও জাপান ২০০৭ সালে অর্থনৈতিক মন্দা পরবর্তী পরিস্থিতি, কৃত্রিম দুর্যোগ ও ২০১১ সালের ভূমিকম্পের পরেও সামাজিক সহাবস্থান ও পারস্পরিক নির্ভরশীলতার কারণ সুখী দেশ হিসেবে নিজেদের অবস্থান সুরক্ষিত রাখতে পেরেছে।আর সুখী দেশ হিসেবে অসংখ্য ধনী দেশের ভিড়ে ১৪তম অবস্থানে থাকা কোস্টারিকাকে আদর্শ হিসেবে চিহ্নিত করেছেন স্যাশ। অর্থনৈতিক দুর্বলতা সত্ত্বেও সুখী ও সুস্থ সমাজ ধরে রাখায় আদর্শগত অবস্থানে নিজেদের শক্তিশালী প্রমাণ করেছে কোস্টারিকা।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top