মেট্রোর ভাড়া বাড়বে কিনা, নির্ধারণে হচ্ছে কমিটি
Posted by: newsfair
July 4, 2024
in সারাদেশ
Leave a comment
মেট্রো রেলের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি। তবে গত ১ জুলাই থেকে মেট্রোর ওপর ভ্যাট আরোপ হয়েছে। চলতি মাস থেকেই ভ্যাটের টাকা পরিশোধ করা শুরু করতে হবে। কিন্তু ভ্যাটের টাকা যাত্রীর ভাড়ার সঙ্গে সমন্বয় করা হবে কিনা সেই সিদ্ধান্ত হয়নি।
এটি নির্ধারণ করতে একটি কমিটি গঠন করা হচ্ছে। আগামী ২১ জুলাইয়ের মধ্যে এনবিআরের নতুন সিদ্ধান্ত না হলে যাত্রীর ভাড়ায় ভ্যাট অন্তভুক্ত হতে পারে।মেট্রো রেলের সেবার ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই ভ্যাটের টাকা পরিশোধ করতে হবে মেট্রো পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডকে (ডিএমটিসিএল)।
তবে ভ্যাটের টাকা কীভাবে পরিশোধ করা হবে- সেই সিদ্ধান্ত কম্পানিটি এখনও নিতে পারেনি।আজ বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভা কক্ষে এনবিআর, মন্ত্রণালয় কর্তৃপক্ষ ও ডিএমটিসিএলের প্রতিনিধিদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভ্যাট সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলচনা হয়েছে।
2024-07-04