জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বৃহস্পতিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ওই দিন সকালে টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করবেন বলে জানা গেছে।গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার ২ এস এম খুরশিদ উল আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।চিঠিতে জানানো হয়, বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সের পাবলিক প্লাজায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং গোপালগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত শিশু সমাবেশে বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী।
আলোচনা শেষে শিশু কিশোরদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি।
বৃহস্পতিবার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী
Share!