বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বড় ধরনের পুলিশী অভিযানে একজন বন্দুকধারী গুলিতে নিহত হয়েছে। অভিযানে ৪ জন পুলিশও কর্মকর্তাও আহত হয়েছেন। এ ঘটনার পর শহরটিতে উচ্চমাত্রার সতর্কতা জারি করেছে প্রশাসন। খবর বিবিসির। গত নভেম্বর মাসে প্যারিসে চালানো প্রাণঘাতী সন্ত্রাসী হামলার কয়েকজন অভিযুক্তকে ধরার জন্য মঙ্গলবার একটি অ্যাপার্টমেন্টকে লক্ষ্য করে এই অভিযান চালায় পুলিশ। অ্যাপার্টমেন্টে প্রাথমিক অভিযান শেষে এবার পুরো এলাকা আটকে তল্লাশী শুরু করেছে পুলিশ, যা রাতভর চলতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ অভিযানে বেলজিয়ামের পুলিশের সাথে ফরাসি পুলিশও যোগ দেয়। আহতদের মধ্যে একজন ফরাসি নারী পুলিশও রয়েছেন। অভিযানে কমপক্ষে ২ জন দুর্বৃত্ত পালিয়ে যায়। খবরে বলা হয়, ওই অ্যাপার্টমেন্টে প্রবেশমুখ দিয়ে প্রবেশ করার সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে বন্দুকধারীরা। এরপর পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। পরে অ্যাপার্টমেন্টের বাইরে তার লাশ পড়ে থাকতে দেখা যায়।
Share!