চোট নিয়েই বিশ্বকাপ খেলতে গিয়েছেন তাসকিন আহমেদ। টুর্নামেন্টের দলের প্রথম ম্যাচে সহ-অধিনায়কের খেলা অনিশ্চিত ছিল। সেই শঙ্কার মেঘ দূর করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ মঙ্গলবার (৪ জুন) বিসিবি নিশ্চিত করেছে, বিশ্বমঞ্চে প্রথম ম্যাচ থেকেই শতভাগ ফিট তাসকিনকে পাচ্ছে টিম টাইগার্স।
৮ জুন বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে। টেক্সাসের ডালাসে গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে প্রথম ম্যাচ। খেলা মাঠে গড়াবে সকাল সাড়ে ৬টায়। ম্যাচে তাসকিনের খেলার বিষয়ে বেশ আশাবাদী বিসিবি। তবে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আগামীকাল বুধবার (৫ জুন) টাইগার পেসারের বোলিং সেশনের পর।
বিসিবির ফিজিও বায়েজেদুল ইসলাম বলেছেন, ‘তাসকিনকে ভালো দেখাচ্ছে এবং আমরা বিশ্লেসণ করার জন্য প্রতিটি সেশন ক্যাপচার করছি। সে একটি জিপিএস মিটার বহন করছে যেখানে আমরা দেখতে পারি যে সে কতটা প্রচেষ্টা দিচ্ছেন। তার সঙ্গে কী ঘটছে আমরা তা বিশদভাবে পর্যবেক্ষণ করছি। প্রথম ম্যাচে খেলার জন্য তাসকিনের একটা ভালো সুযোগ আছে।’
তিনি আরও বলেছেন, ‘সাধারণত এই ধরণের ইনজুরি সারতে চার সপ্তাহ সময় লাগে। মাঝে মাঝে একটি দেরি হতে পারে কিন্তু তাসকিনের উন্নতি ভালো। শ্রীলঙ্কা ম্যাচের আগে, ৫ জুন তার আরেকটি বোলিং সেশন হবে। আশা করি এটা খুব ভালো হবে এবং সে পুরো রান আপ নিয়ে বল করতে পারেব। এরপরই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিব। আমরা আশাবাদী সে ম্যাচের আগেই শতভাগ ফিট হয়ে যাবে।’