ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের এক দিন পর তিন ভাইবোনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে জেলার নাসিরনগর উপজেলা বেমালিয়া নদীর চাতালপাড় এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলো উপজেলার চাতালপাড় গ্রামের সাত্তার মিয়ার ছেলে রাজা (৫), বাদশা (৪) ও মেয়ে সুলতানা (৭)। চাতলপাড় ইউনিয়নের চেয়ারম্যান আবদুল আহাদ জানান, ওই তিন শিশুর বাবা সিলেটে ও মা লেবাননে থাকেন। তারা রতনপুরের পূর্বপাড়ায় ফুফুর বাড়িতে থাকত। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ আবদুল কাদের জানান, মঙ্গলবার বেলা ৩টার দিকে নদীতে গোসল করতে গিয়ে তারা নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোঁজ করেও তাদের সন্ধান পায়নি। বুধবার দুপুরে নদীতে তাদের লাশ ভেসে উঠলে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার।
তিন ভাই-বোনের লাশ উদ্ধার
Share!