রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে ইউটার্ন নেওয়ার সময় ট্রাকের সঙ্গে একটি পিকআপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৭ জন।
রোববার (৫ মে) দিবাগত রাত দুইটার দিকে মাতুয়াইলে কুমিল্লা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আবু সায়েম বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি ট্রাক ঢাকা হয়ে চট্টগ্রাম যাচ্ছিল। মাতুয়াইল এলাকায় পৌঁছার পর সেখানে ইউটার্ন নিতে যাওয়া একটি একটি পিকআপের সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় কয়েকজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চালক ও তার সহযোগী মারা যান। তবে নিহতদের নামপরিচয় জানা যায়নি। বাকি আহতরা রাতেই চিকিৎসা নিয়ে চলে গেছেন।
এসআই আবু সায়েম আরও জানান, পিকআপটির ইঞ্জিনের অংশে ক্ষতি হয়েছে। মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর সেগুলো হস্তান্তর করা হবে।