Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কা, নিহত ৩

চট্টগ্রামের লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে যাত্রীবাহী বাসের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। শনিবার (২০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাজীপুরের কাপাসিয়া উপজেলার বড়চিপ ইউনিয়নের বাসিন্দা জসিম উদ্দীনের ছেলে মো. জুনাইদ (১৯), কুমিল্লার হোমনা উপজেলার শ্রীপুর গ্রামের বাসিন্দা অহিদ মিয়ার ছেলে ও বাসের সহকারী সোহেল (২৫) এবং কুমিল্লার মুরাদনগর থানার নগরপাড় গ্রামের বাসিন্দা শাহ আলমের ছেলে ও বাসের সুপার ভাইজার মো. বিল্লাল হোসেন (৩৭)।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে ঢাকাগামী তিশা গোল্ডেন লাইনের একটি যাত্রীবাহী জাঙ্গালিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে ৩ জন নিহত ও আহত হন ১০ জন।

দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মুহাম্মদ এরফান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top