রাজধানীর গুলশান-১ নম্বরের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (২৩ মার্চ) বিকেল সাড়ে চারটার পর এডব্লিউআর টাওয়ার নামক ১৮ তলা ওই ভবনের নবম তলায় আগুন লাগার খবর পাওয়া যায়। এরপর জানা যায়, ৯ তলায় এসির আউটডোরে আগুন লাগে। এই খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৪ টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টাফ অফিসার মো: শাহজাহান শিকদার জানিয়েছেন, আগুনের খবর পেয়ে তাদের তিনটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা দেয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে এখনও কিছুই জানা যায়নি।
Share!