ফিলিপাইনে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার উদ্ধারে তদন্ত শুরু করেছে দেশটির সিনেট।
ফিলিপাইনের সিনেটর, সার্গে ওসমেনার উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানায়, দেশটির সংবাদ মাধ্যম। ফিলিপাইনের ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান সম্পর্কীয় সংসদীয় কমিটির প্রধান ওসমেনা আরও জানান, রিজাল ব্যাংকের যে চারটি অ্যাকাউন্টে বাংলাদেশ ব্যাংকের অর্থ লেনদেন হয়েছে সেগুলোর বিষয়েও আরও অধিকতর তদন্ত করা হবে।
আগামীকাল মঙ্গলবার থেকে এসব বিষয়ে তদন্ত শুরু হবে। গণমাধ্যমের খবর, বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনের মুদ্রায় পরিবর্তন করা হয়। যেগুলো চীনা বংশোদ্ভুত উইক্যাং জু’র দুটি কোম্পানিতে স্থানান্তর করা হয়। এই বিষয়টিই খতিয়ে দেখার কথা জানান সিনেটর সের্গেই ওসমেনা।