রাজধানীর ডেমরার মাতুয়াইলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির ময়মনসিংহ জেলা আমিরসহ ৫ জনকে আটক করেছে র্যাব।
গত রাতে তিন ঘন্টার এই অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম-সহ কয়েকটি বোমাও উদ্ধার হয়। র্যাবের দাবি, নাশকতার পরিকল্পনা আর প্রশিক্ষণের জন্য এই স্থানটিকে বেছে নেয় জঙ্গিরা। মাতুয়াইলের এই বাড়ীটিতে জড়ো হয়েছে, নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবির সদস্যরা, এমন খবরে রোববার রাত সাড়ে ৮টায় অভিযান শুরু করে র্যাব-১০।
তল্লাশী চালিয়ে খাবারের হটপট ও পানির ফ্ল্যাক্সের ভেতর রাখা বোমার সন্ধান পায় র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল। এ সময় আটক করা হয় ৫ জনকে। বাড়ির মালিক জানান, গেলো ২৭ ফেব্রুয়ারী ব্যবসায়ী পরিচয়ে বাসা ভাড়া নেয় ময়মনসিংহ জেলার জেএমবি আমির হুজাইফা আকন্দ।
সংক্ষিপ্ত ব্রিফিংয়ে র্যাবের পক্ষ থেকে জানানো হয়, আটককৃত ৪ জন হুজায়ফার সহযোগী। দাবী করা হয় নাশকতার পরিকল্পনা নিয়ে জড়ো হয়েছিলো তারা। র্যাব জানায়, জেএমবির এই সদস্যদের আরো জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।