প্রধান বিচারপতিকে নিয়ে মন্তব্য করায় আপিল বিভাগের কাছে দুই মন্ত্রী কামরুল ইসলাম ও আ ক ম মোজাম্মেল হক নিঃশর্ত ক্ষমা চাইতে পারেন বলে জানিয়েছেন তাদের আইনজীবী আবদুল বাসেত মজুমদার। আজ সোমবার সকালে আবদুল বাসেত মজুমদার বলেন, আজ সংশ্লিষ্ট শাখায় জবাব দাখিল করব। মঙ্গলবার আদালত অবমাননার শুনানি হবে। লিখিতভাবে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক আদালতের কাছে ক্ষমা চাইতে পারেন।
সময় আবেদন করা হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মঙ্গলবার সময় আবেদন করা হবে। এ মুহূর্তে দেশের বাইরে অবস্থান করছেন খাদ্যমন্ত্রী। উচ্চ আদালত নিয়ে মন্তব্য করায় আগামীকাল ১৫ মার্চ সকাল ৯টায় দুই মন্ত্রীকে আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গত ৫ মার্চ মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া মীর কাসেম আলীর আপিলের রায়কে কেন্দ্র করে প্রধান বিচারপতির বক্তব্যের সমালোচনা করেন সরকারের দুই মন্ত্রী কামরুল ইসলাম ও আ ক ম মোজাম্মেল হক।
Share!