খুলনা সিটি কর্পোরেশন ভবনের পঞ্চম তলায় লাইসেন্স শাখায় রহস্যজনক আগুনে পুড়ল মূল্যবান কাগজপত্র। সোমবার সকাল পৌনে নয়টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খুলনা সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আনিসুর রহমান বিশ্বাস জানান, সকাল পৌনে নয়টার দিকে অফিস সহকারী কামরুল ইসলাম পঞ্চম তলার জানালা দিয়ে ধোঁয়া বের হতে দেখে।
পরে দমকল বিভাগে খবর দিলে ৫টি ইউনিট ঘটনাস্থলে আসে। ৪৫ মিনিট প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে তারা ভারপ্রাপ্তমেয়র আনিসুরজানান, আগুনে লাইসেন্স শাখার মূল্যবান কাগজপত্র পুড়ে গেছে। খুলনা সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে সিটি করপোরেশনের কর্মীদের ধারণা। তবে খুলনা ফায়ার স্টেশনের ফায়ারম্যান মাহফুজুল হক বিষয়টি নিশ্চিত করতে পারেননি।