বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট পর্বে দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৮ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। রাতের খেলায় মুখোমুখি হয়েছে সিলেট স্ট্রাইকার্স এবং ফরচুন বরিশাল। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিকরা।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফরচুন বরিশালকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন সিলেটের অধিনায়ক মাশরাফী বিন মোর্তুজা। সন্ধ্যা সাড়ে টায় শুরু হবে দুদলের ম্যাচটি।
সিলেট স্ট্রাইকার্স একাদশ: মাশরাফী বিন মোর্তুজা (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, আরিফুল ইসলাম, শামসুর রহমান শুভ, রায়ান বার্ল, জাকির হাসান (উইকেটকিপার), বেনি হাওয়েল, নাঈম হাসান, রেজাউর রহমান রাজা, রিচার্ড এনগারাভা, সামিত প্যাটেল।
ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, আহমেদ শেহজাদ, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ ইমরান, প্রীতম কুমার, দুনিথ ভেল্লালাগে, আকিভ জাদেভ ও খালেদ আহমেদ।