কক্সবাজারে বিমান দুর্ঘটনায় নিহত ৩ জনের মরদেহ হস্তান্তর নিয়ে সৃষ্টি হয়েছে, জটিলতা। কেননা, তিনজনেরই ভিসা ও পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, প্রায় দুইমাস আগে।
শুক্রবার বিকেল পর্যন্ত ৩ জনের মরদেহ কবে বা কাদের কাছে হস্তান্তর করা হবে, তা নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার বিকেলে ময়নাতদন্ত শেষে, মরদেহগুলো রাখা হয়েছে কক্সবাজার সদর হাসপাতালের হিমঘরে। পুলিশ বলছে, নিহত ও আহত-সবার পাসপোর্টের মেয়াদ শেষ হয় গত মধ্য জানুয়ারিতে। নেই ভিসার মেয়াদও। তবে বিষয়টি নিয়ে কোনো কথা বলতে রাজি হয়নি বেসরকারি বিমান সংস্থা ট্রু এভিয়েশনের কেউ। বুধবার কার্গো বিমান দুর্ঘটনায় নিহত হন ইউক্রেনের তিন নাগরিক।