ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের আগামী ২৮ মার্চের দলীয় কাউন্সিলের তারিখ পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
বুধবার সকালে বঙ্গবন্ধু এভিনিউতে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলের যৌথ সভা শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।
এছাড়া যারা দলের শৃঙ্খলা ভঙ্গ করে স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী থাকবেন এবং তাদের হয়ে যারা কাজ করবেন উভয়কেই দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে বলেও জানান তিনি।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, ‘প্রাথমিকভাবে আলোচনা করা হয়েছে আগামী ২৮ মার্চ কাউন্সিলের তারিখ পরিবর্তন করা হতে পারে। পরবর্তী কার্যনির্বাহী সংসদের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে পরবর্তী তারিখটা ঘোষণা করা হবে।’
এ সময় তিনি অারও বলেন, ‘যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হয়ে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত হবেন তাদের শাস্তি ভোগ করতে হবে। এইসব বিদ্রোহী প্রার্থীদের পক্ষে যারা মদদ দিবে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।’