সিরাজগঞ্জের তাড়াশে নসিমন ও অটোরিকশার সংঘর্ষে নিহত হয়েছেন দুইজন। সোমবার (৮ জানুয়ারি) দুপুরে তাড়াশ মহাসড়কের হামকুড়িয়া ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, সোমবার (৮ জানুয়ারি) দুপুরে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের কাছিকাটা থেকে যাত্রী নিয়ে তাড়াশ যাচ্ছিলো অটোরিকশা। অটোরিকশাটি তাড়াশ মহাসড়কের হামকুড়িয়া ব্রিজের কাছে পৌঁছালে সরিষাবোঝাই একটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালকসহ দুজন নিহত হন।
তিনি বলেন, খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদে উদ্ধার করে এবং দুর্ঘটনা কবলিত নসিমন ও অটোরিকশা হাইওয়ে থানায় নিয়ে আসে।