দুই দিনেই কেপটাউট টেস্ট মাত্র জিতে নিয়েছে ভারত। দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ ১-১ এ ড্র করেছে সফরকারীরা। মাত্র ৬৪২ বল বা ১০৭ ওভার খেলা হয়েছে এই টেস্ট ।
বলের হিসাবে ইতিহাসের সংক্ষিপ্ততম টেস্ট এখন কেপটাউন টেস্ট। ৯২ বছরের রেকর্ড ভেঙেছে এই টেস্ট। ১৯৩২ সালে মেলবোর্নে দক্ষিণ আফ্রিকাকে মেলবোর্নে অস্ট্রেলিয়া হারিয়েছিল ইনিংস ও ৭২ রানে, সে টেস্ট স্থায়ী হয়েছিল ৬৫৬ বল।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৫৫ রানের জবাবে ১৫৩ রানে অলআউট হয় ভারত। ৯৮ রানের লিড পায় সফরকারীরা। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এইডেন মার্করামের সেঞ্চুরিতে ১৭৬ রানে অলআউট হয় প্রোটিয়ারা। ৭৯ রানের টার্গেটে পায় ভারত।
৭৯ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে মাত্র ১২ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। দলের পক্ষে জয়সওয়াল ২৩ বলে ২৮, শুভমান গিল ১১ বলে ১০ ও বিরাট কোহলি ১১ বলে ১২ রানে আউট হন। আর ২২ বলে ১৬ রানে অপরাজিত থাকেন রোহিত শর্মা।