Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

নারায়ণগঞ্জের প্রধানমন্ত্রীর জনসভা কানায় কানায় পূর্ণ

দীর্ঘ ১৫ বছর পর আজ নারায়ণগঞ্জে জনসভায় যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই নির্বাচনি জনসভা রূপ নিয়েছে জনসমুদ্রে। কুয়াশা উপেক্ষা করে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজির হওয়া মানুষে দুপুরে মধ্যেই প্রায় পূর্ণ হয়ে গেছে নারায়ণগঞ্জ শহরের ইসদাইরে একেএম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠটি।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল থেকেই নারায়ণগঞ্জের বিভিন্ন জেলা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা মাঠে আসতে শুরু করেন।

জানা গেছে, বিকেল ৩টায় শুরু হবে জনসভা। নেতাকর্মীরা মিছিল নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শামসুজ্জোহা ক্রীড়া চক্র মাঠে জড়ো হচ্ছেন। দুপুর ১২টার মধ্যেই জনসভার মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। জেলার বিভিন্ন উপজেলা ও থানা এলাকা থেকে আসা বাস, ট্রাক ও পিকআপভর্তি কর্মী-সমর্থকও জড়ো হয়েছেন মাঠটিতে। জনসভা অভিমুখে মিছিলগুলোতে নেতা-কর্মীদের হাতে জাতীয় পতাকা, দলীয় প্রতীক নৌকা সম্বলিত ব্যানার, ফেস্টুন হাতে আওয়ামী লীগ ও দলীয় সভানেত্রীর পক্ষে স্লোগান দিতে দেখা গেছে। অনেকে যানবাহনে আগামী ৭ জানুয়ারির নির্বাচনে নৌকার পক্ষে ভোট চেয়ে গান বাজাতে দেখা গেছে। আসন্ন জাতীয় নির্বাচনের বাড়তি একটা উত্তেজনা যোগ করেছে নারায়ণগঞ্জের রাজপথে।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শহরজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা জানান, ‘জনসভাস্থল ও প্রধানমন্ত্রীর আসা-যাওয়ার পথে তিন হাজার পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করবেন।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে থাকা এসএসএফের সঙ্গে সমন্বয় করে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।’

তবে জনসভা চলাকালীন আশপাশের সড়কে যান চলাচল বন্ধ রাখার পরিকল্পনা নেই জানিয়ে পুলিশ সুপার বলেন, ‘প্রয়োজনে কিছু যান চলাচলের ক্ষেত্রে ‘ডাইভারশন’ রাখা হবে।’

নারায়ণগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামী লীগের প্রার্থী একেএম শামীম ওসমানসহ নারায়ণগঞ্জ জেলা, মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পুরো নারায়ণগঞ্জ শহরে এখন সাজ সাজ রব। দলীয় সভাপতি শেখ হাসিনাকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন নেতাকর্মী ও সমর্থকরা।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top