Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

বাগমারা-৪ আসনের নৌকার প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদের পক্ষে গণসংযোগ করেন রফিকুল ইসলাম

বাগমারা প্রতিনিধিঃ আগামী ৭ই জানুয়ারী -২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত বাগমারা -৪ আসনের নৌকা প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদের পক্ষে গণসংযোগে করেন ঝিকরা ইউনিয়ন আওয়ামী লীগের তিনবারের সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারমান মোঃ রফিকুল ইসলাম। বাগমারা-৪ আসনের নৌকার প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদের পক্ষে শুক্রবার (২৯ ডিসেম্বর ২০২৩) উপজেলার ঝিকরা ইউনিয়নের রায়নগর বাজার, ঝিকরা বাজার, রনশিবাড়ি বাজার, চকসেউজবাড়ী বাজার, কালিগঞ্জ বাজার, মদাখালী বাজার, ঝাড়গ্রাম, সরকারী প্রাথমিক বিদ্যালয়, বারুইপাড়া বাজার ও গ্রামে  গণসংযোগ ও সভা করেছে আওয়ামী লীগ, ছাত্রলীগ কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ, ইউনিয়নের মৎস্যজীবী লীগ,ঝিকরা  শ্রমিক লীগ। বাগমারা -৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদের পক্ষে গণসংযোগ করেন। এ সময় উপস্তিত ছিলেন, ঝিকরা ইউনিয়ন যুবলীগের সভাপতি দেওয়ান মোসারফ হোসেন, মোঃ কায়েম ফৌজদার সহ- প্রমুখ।ঝিকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকার ১৫ বছরে যে উন্নয়ন করছে এর আগে কোন সরকার উন্নয়ন করেনি। এই সরকারের আমলে রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসার চারতলা ভবন নির্মাণ, বাংলাদেশে এমন কোন পরিবার সরকারী অনুদান পাননি কেউ বলতে পারবেনা। তিনি আরো বলেন বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, স্বামী পরিত্যক্ত, মাতৃকালীন,  ভাতা দিচ্ছে আওয়ামী লীগ সরকার, প্রাথমিক বিদ্যালয়, হাইস্কুল, কলেজ, মাদ্রাসায় বছরের প্রথমে ছাত্র-ছাত্রীর হাতে বিনামূল্য বই বিতরণ, ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি প্রদান করছেন। তাই আগামী ৭ই জানুয়ারী -২০২৪ সালে ভোট কেন্দ্রে গিয়ে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে আহবান জানান।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top