ইউক্রেনের পূর্বাঞ্চলের মেরিঙ্কা শহর রুশ সেনাবাহিনী নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে বলে দাবি করেছে রাশিয়া। তবে মস্কোর এমন দাবি তাৎক্ষণিকভাবে অস্বীকার করেছে কিয়েভ। সোমবার (২৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
দোনেৎস্ক শহর থেকে মাত্র প্রায় পাঁচ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত মেরিঙ্কা। আয়তনে খুব ছোট হলেও কৌশলগত দিক দিয়ে এর বেশ গুরুত্ব রয়েছে। শহরটি দখল করার বিষয়ে রাশিয়ার দাবি সত্য হলে গত মে মাসের পর এটি হবে মস্কোর সবচেয়ে উল্লেখযোগ্য অর্জন। মে মাসে ইউক্রেনীয় শহর বাখমুত দখল করেছিল রুশ বাহিনী।
সোমবার টেলিভিশনে সম্প্রচারিত এক বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেন, আমাদের অ্যাসাল্ট ইউনিট আজকে (গতকাল) মেরিঙ্কা শহরকে পুরোপুরি দখলদার মুক্ত করেছে।
শোইগু আরও বলেন, ৯ বছর ধরে ইউক্রেনের সশস্ত্র বাহিনী শহরটিকে শক্তিশালী সুরক্ষিত এলাকা হিসেবে তৈরি করেছে। এটি ভূগর্ভস্থ প্যাসেজ দ্বারা সংযুক্ত। সব ধরনের হামলা থেকে সুরক্ষা দিতে শহরের প্রতিটি সড়কে সুরক্ষা ব্যবস্থ ছিল। তবে আমাদের সেনাদের সাহসী পদক্ষেপের ফলে শহরের সুরক্ষিত ব্যবস্থায় চিড় ধরেছে।
রুশ বাহিনী কর্তৃক ইউক্রেনের শহর দখলের প্রশংসা করেছেন পুতিন। এই শহর দখলের ফলে রুশ সেনাবাহিনী আরও বড় পরিসরে অভিযানে যেতে পারবে বলেও জানান তিনি।
তবে রাশিয়ার এমন দাবি অস্বীকার করে সোমবার বিকেলে ইউক্রেনের সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, তাদের সেনারা এখনো মেরিঙ্কা শহরের প্রশাসনিক সীমানার মধ্যে রয়েছে। এই শহরের নিয়ন্ত্রণ নিতে তাদের লড়াই চলছে। পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করা হলে তা ভুল হবে।
রাশিয়া বা ইউক্রেন—দুপক্ষের কারও দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।