Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

প্রধানমন্ত্রী বরিশালে যাবেন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আগামী শুক্রবার (২৯ ডিসেম্বর) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল যাচ্ছেন। ওইদিন বিকেল ৩টায় বরিশাল নগরীর ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ভাষণ প্রদান করবেন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে এ তথ্য জানিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার কালবেলাকে বলেন, দ্বাদশ নির্বাচনের আগে বাংলাদেশের উন্নয়নের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরিশাল সফরকে ঘিরে ভিন্নরকম এক উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে গোটা বিভাগজুড়ে।

তিনি আরও বলেন, নির্বাচন বানচালের জন্য বিএনপি-জামায়াত বিশ্বমোড়লদের দাঁড় করিয়েছিল। কিন্তু বিশ্ব মোড়লদের রক্তচক্ষুকে বৃদ্ধাঙুলি দেখিয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা জানান দিয়েছেন- বাঙালিকে কেউ দাবায়ে রাখতে পারবে না। তাই সব বাধা উপেক্ষা করে দেশ আজ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। বিএনপি-জামায়াত বিশ্ব মোড়লদের কাছে ধরনা দিয়েও কিছু করতে না পেরে হরতাল-অবরোধের নামে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যা করছে। এসব মানুষ পুড়িয়ে হত্যার ঘটনায় বিশ্বমোড়লরা কথা বলে না। ওইসব বিশ্ব মোড়লরা একাত্তরে বাঙালির স্বাধীনতার বিরোধিতা করেছিল। মানুষ পুড়িয়ে হত্যাকারী বিএনপি ও জামায়াতকে এ দেশের শান্তিপ্রিয় মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।

বলরাম পোদ্দার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। তৃণমূল ভোটারের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট ভিক্ষা করে আনতে হবে। কেন্দ্রে কেন্দ্রে কমিটি গঠন করতে হবে। কমিটির সবাইকে ভোটারদের হাতে পায়ে ধরে ভোটকেন্দ্রে আনতে হবে। বিশ্বমোড়লদের দেখিয়ে দিতে হবে- শেখ হাসিনার দ্বারাই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। এই নির্বাচনী সফরের খরচ আওয়ামী লীগের দলীয় তহবিল থেকে বহন করা হবে বলেও বলরাম পোদ্দার উল্লেখ করেছেন।

বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু কালবেলাকে বলেন, প্রাণের নেত্রীকে বরিশালবাসী নির্বাচনের আগমুহূর্তে সামনে থেকে দেখবে। এর চেয়ে সুখের খবর আর কিছু হতে পারে না। ওইদিন বঙ্গবন্ধু উদ্যানের সমাবেশে দক্ষিণাঞ্চলের লাখো লোকের সমাগম ঘটবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বরিশালের উন্নয়নের প্রতিশ্রুতির সব কাজ শেষ হয়েছে। এবার তার আগমনের মধ্য দিয়ে ভোলার গ্যাস বরিশালে আনার বিষয়ের কাজটি আরও ত্বরান্বিত হবে। নির্বাচনের আগে তার এই আগমন দক্ষিণাঞ্চলের আওয়ামী লীগের নেতাকর্মীদের আরও সু-সংগঠিত করবে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top