চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার বাটাগলি এলাকায় ইয়াসমিন আক্তার (৩২) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বাসা থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেছেন বলে জানান চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া।তিনি বলেন, ইয়াসমিন হাটহাজারী থানার কুয়াইশ বুড়িশ্চর এলাকার বাসিন্দা মো. সেলিমের স্ত্রী। তবে নিজ বাসা থেকে ইয়াসমিনকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Share!