Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

ইইউ প্রতিনিধিদলের বৈঠক ৩ সচিবের সঙ্গে

ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শ্রম অধিকারবিষয়ক প্রতিনিধিদল তিন সচিবের সঙ্গে বৈঠকে বসেছেন।

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক শুরু হয়।

বৈঠকে অংশ নেয়া তিন সচিবের মধ্যে রয়েছেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ এবং শ্রম ও কর্মসংস্থান সচিব এহসান ই ইলাহী।

ইইউ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সংস্থাটির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপব্যবস্থাপনা পরিচালক পাওলা প্যাম্পালোনি।

প্রসঙ্গত, গত ১২ নভেম্বর পাঁচ দিনের সফরে ঢাকায় আসে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দল। বাংলাদেশের শ্রম খাতের অগ্রগতি দেখতেই মূলত ঢাকায় আসেন তারা। ঢাকা সফরকালে শ্রম আইন সংশোধন পরবর্তী পরিস্থিতি, শিশুশ্রম বিলোপ এবং শ্রমিকবিরোধী সব ধরনের সহিংসতা নিরসনসহ নানান বিষয়ে আলোচনা করেন তারা।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top