আপিল বিভাগের দেয়া মীর কাসেম আলীর ফাঁসির আদেশে সন্তুষ্টি জানিয়ে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, একজন মন্ত্রী হিসেবে নয় বরং মুক্তিযোদ্ধা ও সাধারণ নাগরিক হিসেবেই তিনি মীর কাসেম আলীর রায় নিয়ে ব্যক্তিগত মতামত তুলে ধরেছেন। আদালতের নির্দেশনা মেনে চলার কথা জানিয়ে কামরুল ইসলাম আরো বলেন, আদালতে ব্যাখ্যা দেয়ার জন্য সময় আবেদন করবেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, ‘মীর কাসেম আলীর ফাঁসি হয়েছে আমি অত্যন্ত স্বস্তি প্রকাশ করছি। আমার বক্তব্য ছিল একজন মুক্তিযোদ্ধা হিসেব একজন বিচারপ্রার্থী মানুষ হিসেবে। আদালত আদেশ দিয়েছেন আমি আদালতের প্রতি শ্রদ্ধাশীল, আমি জবাব দেবো।’
Share!