Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

মীর কাসেম আলীর ফাঁসির আদেশ বহাল

মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা আল-বদর কমান্ডার মীর কাসেম আলীর ফাঁসির রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।মঙ্গলবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করলেও রায়ের পূর্ণাঙ্গ কপি দেখে রিভিউর সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন মীর কাসেমের আইনজীবী।একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম শহর ইসলামী ছাত্র সংঘের সভাপতি মীর কাসেম ওই অঞ্চলের আল-বদর প্রধান হিসেবে কাজ করেন। শহরের আন্দরকিল্লার ডালিম হোটেলে গড়ে তোলেন নির্যাতন ক্যাম্প।মুক্তিযুদ্ধের সময় নৃশংসতার কারণে বাঙালি খান হিসেবে কুখ্যাতি পাওয়া কাসেম আলীর বিরুদ্ধে আনা ১৪টি অভিযোগের মধ্যে মুক্তিযোদ্ধা জসিমসহ ছয়জনকে হত্যা এবং রঞ্জিত দাস ও টুন্টু সেনকে অপহরণ করে হত্যার পর লাশ গুমের দায়ে ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল। আরো ৮টি অভিযোগে দেয়া হয় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড।২০২৪ সালের নভেম্বরে ট্রাইব্যুনালের দেয়া এই রায়ের বিরুদ্ধে আপিল করেন এই জামায়াত নেতা। আপিলের রায়ে ফাঁসির সাজা বহাল রাখেন আপিল বিভাগ। তিনটি অভিযোগ থেকে খালাস দেয়া হয় তাকে।আপিলের রায়ের পর রিভিউ আবেদন এবং রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার সুযোগ পাবেন কাসেম আলী। আসামিপক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলছেন, রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পেলে রিভিউ’র ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তারা। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক বলছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে রিভিউ না করলে দ্রুত রায় কার্যকরের উদ্যোগ নেয়া হবে।২০১২ সালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার হন এই জামায়াত নেতা। ২০১৩ সালে ১৪টি অভিযোগ গঠনের মধ্যদিয়ে শুরু হয় বিচার কাজ। মামলায় রাষ্ট্রপক্ষে ২৪ জন এবং আসামিপক্ষে সাক্ষ্য দেন তিন জন। ২০১৪ সালে ট্রাইব্যুনাল রায় ঘোষণা করেন তার বিরুদ্ধে। আর বুধবার দেয়া হলো আপিলের রায়।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top