Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

বাগমারা উপজেলা চেয়ারম্যান প্রার্থী প্রভাষক নাছিমা বাবুল,র গণসংযোগ

বাগমারা প্রতিনিধিঃ রাজশাহী জেলার বাগমারা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক রাজশাহী মহিলা আওয়ামী লীগ, কাঁঠাকালী আদর্শ ডিগ্রী কলেজের বাংলা প্রভাষক নাছিমা আকতার বাবুল ঝিকরা ইউনিয়নের কালিগঞ্জ বাজারে গণসংযোগ করেন । তিনি বাগমারা উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ইতোমধ্যে তার নির্বাচনী এলাকায় দিনরাত গণসংযোগ এবং আওয়ামী লীগের মনোনয়ন পেতে জোর লবিং শুরু করেছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পরেই বাগমারা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নিয়ে গুঞ্জন, আলোচনা শুরু হয়েছে। ইতিমধ্যে বাগমারা আওয়ামী লীগের অনেক নেতাই নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে জানান দিচ্ছেন। নির্বাচনকে কেন্দ্র করে গণমাধ্যম কর্মী ও দলীয় নেতাকর্মীদের সাথে সম্ভাব্য প্রার্থী হিসেবে অনেকেই আগাম শুভেচ্ছা ও যোগাযোগ রক্ষা করে চলেছেন। এরই ধারাবাহিকতায় প্রভাষক নাছিমা বাবুল বাগমারা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন।
প্রভাষক নাছিমা আকতার বাবুল এবারের উপজেলা পরিষদের নির্বাচন দলীয় প্রতিকে অনুষ্ঠিত হবে জানিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন দেন তাহলে আমি বিপুল ভোটে জয়ী হয়ে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে পারবো।
তিনি আরোও বলেন, জনগনের ভোটে আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে বাগমারা উপজেলাকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসাবে গড়ে তুলবো। মাদক, সন্ত্রাস, দূর্নীতিমুক্ত উপজেলা গড়াই আমার প্রধান লক্ষ্য নির্ধারিত হবে। আশা করি দলীয় মনোনয়ন পেয়ে বাগমারা বাসীর ভোটে আমি নির্বাচিত হবো।
নাছিমা বাবুল বাগমারা উপজেলা আওয়ামী লীগ পরিবারের রাজনীতির সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত। দুর্দিনেও তিনি হাল ছাড়েননি, দলীয় নীতি আদর্শ থেকে কখনো বিচ্যুত হননি। সবসময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছেন। এবার তিনি আওয়ামী লীগের প্রার্থী হয়ে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হবেন এমনটিই প্রত্যাশা

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top