Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

ইরানে কয়লার খনিতে বিস্ফোরণ, নিহত ৬

ইরানের উত্তরাঞ্চলীয় দমঘন শহরের একটি কয়লার খনিতে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ছয়জন শ্রমিক নিহত হয়েছেন।

সোমবার (৪ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য জানায়।

এর আগে, রোববার (৩ সেপ্টেম্বর) দমঘন শহরের ওই কয়লা খনির ৪০০ মিটার গভীরে বিস্ফোরণের ঘটনা ঘটে।

আইআরএনএ জানিয়েছে, কয়লা খনির একটি সুড়ঙ্গে বিস্ফোরণ ঘটেছে রোববার। এতে খনিতে কর্মরত ছয় শ্রমিক আটকা পড়েন। তবে, বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দেশটির কর্মকর্তারা জানান, বিস্ফোরণের পরপরই খনির শ্রমিকদের উদ্ধারের তৎপরতা শুরু হলেও তা ব্যর্থ হয়। পরে সোমবার সকালের দিকে খনির ভেতর থেকে ছয় শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।

আইআরএনএর প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, দুর্ঘটনাস্থলে অন্যান্য শ্রমিকরা ধ্বংসস্তূপের নিচ থেকে তাদের সহকর্মীদের মরদেহ উদ্ধারের চেষ্টা করছেন।

উল্লেখ্য, ২০২১ সালের মে মাসে একই খনিতে ধসের ঘটনা ঘটে। ওই সময় দুই শ্রমিক নিহত হন।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top