জ্বালানির দাম অস্বাভাবিক বৃদ্ধিতে পাকিস্তানজুড়ে গতকাল শনিবার হাজার হাজার দোকান বন্ধ করে রেখেছেন দেশটির ব্যবসায়ীরা। একইসঙ্গে তারা বিক্ষোভ করেছেন বলে দ্য নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, বিদ্যুতের বিল ও ট্যাক্স বাড়ানোর প্রতিবাদস্বরূপ করাচি, লাহোর, পেশাওয়ার, কোয়েটাসহ দেশটির বড় বড় শহরে দোকান বন্ধ করে রাখেন ব্যবসায়ীরা।
করাচিতে দেশটির নাগরিকরা মুদ্রাস্ফীতির বিরুদ্ধে রাস্তায় নেমেছেন। তারা জাতীয় হাইওয়েতে রাস্তা ব্লক করে রাখেন। দেশটির ব্যবসায়ী সমিতিসহ রাজনৈতিক দল জামাত-ই-ইসলামি (জেআই), পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ, মারকাজি মুসলিম লীগ এবং আরও কিছু দল এ ধর্মঘট করেছেন।
দ্য নিউজ ইন্টারন্যাশনাল বলছে, দেশের প্রধান প্রধান সব মার্কেট, ব্যবসায়িক কেন্দ্র যার মধ্যে ফার্নিচার, মুদি, মাংস, ফার্মেসি, সোনা, কাপড় ও ইলেক্ট্রনিকসের দোকান এখনো বন্ধ রয়েছে।
তবে ছোট ছোট কিছু মার্কেট ও দোকান আবাসিক এলাকায় আংশিক খোলা ছিল। দেশটির আইনজীবীরাই এ ধর্মঘট সমর্থন জানিয়েছেন। তারা গতকালকে নিম্ন আদালত বয়কট করেন।
নজিরবিহীন অর্থনৈতিক সঙ্কট, রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিন পার করছে পাকিস্তান। দেশটিতে চরম মুদ্রাস্ফীতিতে নিত্যপণ্যের দাম আকাশচুম্বী। এতে নাজেহাল হয়ে পড়েছেন দেশটির সাধারণ জনগণ।