মোবাইল ফোনে কথা বলতে নিষেধ করার দেলোয়ার হোসেন নামে এক ফার্নিচার কারখানার শ্রমিককে পিটিয়ে হত্যা করেছে তার সহকর্মী। সোমবার সকালে জেলার রাঙ্গুনীয়া উপজেলার গোডাউন মোহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ারের বাড়ি উপজেলার কোদালা ইউনিয়নের পূর্ব কোদালা জয়নগর গ্রামে।
রাঙ্গুনীয়া থানার ওসি হুমায়ন কবির বলেন, ”মোবাইলে কথা বলাকে কেন্দ্র করে ফার্নিচার কারখানার শ্রমিক দেলোয়ার এবং ইসকান্দারের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইসকান্দার হাতুড়ি দিয়ে দেলোয়ারকে আঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা দেলোয়ারকে মৃত ঘোষণা করেন।”
প্রত্যক্ষদর্শী এক শ্রমিকের বরাত দিয়ে পুলিশ জানায়, কারখানায় কাজ করার সময় বার বার ফোনে কথা বলছিলেন ইসকান্দার। এসময় তাকে ফোনে কথা বলতে নিষেধ করলে দেলোয়ারের সাথে বিবাদে জড়িয়ে পড়ে ইসকান্দার। এক পর্যায়ে হাতুড়ি দিয়ে আঘাত করে দেলোয়ারকে।