বিএনপি দেশ ধ্বংস করে, আওয়ামী লীগ দেশ গড়তে কাজ করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতায় থাকতে লুটপাট আর বাইরে থাকলে অগ্নিসন্ত্রাস করে বিএনপি। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের মানুষের উন্নয়ন করে। অনেক আন্দোলন করে আওয়ামী লীগ গণতন্ত্র ফিরিয়ে এনেছে। খালেদা-তারেক মানুষের কল্যাণ করতে জানে না।
বুধবার বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগ আয়োজিত মহাসমাবেশের ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব অর্থনৈতিক সংকটের মধ্যেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। অর্থনৈতিক সংকট মোকাবিলায় এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না।
এসময় রংপুর মহাসমাবেশে আগামী জাতীয় নির্বাচনে নৌকার পক্ষে ভোট চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে রংপুর জিলা স্কুল মাঠে মহাসমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বেলা সাড়ে তিনটার দিকে তিনি সেখানে পৌঁছান। মহাসমাবেশে যোগ দেয়ার আগে প্রধানমন্ত্রী সেখানে ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
জিলা স্কুল মাঠে দুপুর থেকেই সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। দুপুর ১২টায় জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় প্রধানমন্ত্রীর মহাসমাবেশের কার্যক্রম। জাতীয় সংগীত শেষে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতাপাঠ করা হয়।
এরপর রংপুর বিভাগের আট জেলা থেকে আগত নেতারা পর্যায়ক্রমে বক্তব্য রাখেন।