আইন থাকার পরও বিভাগীয় শহর রাজশাহীর সরকারি দপ্তরে কার্যদিবসে তোলা হয় না জাতীয় পতাকা।
শুধু একটি কিংবা দুটি নয় শহরের অসংখ্য বিভাগীয় কার্যালয়ের একই চিত্র।
দপ্তরের পিয়ন থেকে উচ্চ পদস্থ কর্মকর্তা পতাকা না তোলার সদুত্তর নেই কারো কাছে। তবে তারা জানান শুধু বিশেষ দিনেই পতাকা উত্তোলন করা হয়।
Share!