ঢাকার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের চিন্তা করছে সরকার। এ বিষয়ে সিঙ্গাপুর থেকে একটি প্রস্তাব পাওয়া গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
তবে পরিবেশবাদীরা সরকারের এ পরিকল্পনাকে ইতিবাচক বললেও বাস্তবায়ন করতে পারবে কিনা-এ নিয়ে আশংকা প্রকাশ করেছেন। ২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার। এজন্য ভাড়া, গ্যাসভিত্তিক, সোলার ও কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদনের দিকে ছুটছে সরকার।
চিন্তা চলছে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনেরও। সিটি কর্পোরেশনের হিসেবে শুধু ঢাকায় দৈনিক বর্জ্য জমে ৫ থেকে ৭ হাজার টন। লোকবল, জায়গা সংকটের কারণে প্রতিদিন ৫৫ শতাংশ বর্জ্য পরিস্কার করাই সম্ভব হয় না। এর মধ্যে ২শ টন থাকে বিপদজনক চিকিৎসাজনিত বর্জ্য।
সম্প্রতি সিঙ্গাপুর থেকে পাওয়া একটি প্রস্তাব নিয়ে চিন্তার কথা জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী। পরিবেশ আন্দোলনকারীরা বলছেন, সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করছে এমন উদ্যোগের বাস্তবায়ন। গত ডিসেম্বরে হয়ে যাওয়া বিশ্ব জলবায়ু সম্মেলনেও বর্জ্যকে জ্বালানি হিসেবে ব্যবহার করার বিষয়েও সোচ্চার ছিলেন বিশ্বনেতারা।