Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

ভোটগ্রহণ চলছে দুই সিটির

রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনে নগরপিতা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (২১ জুন) সকাল ৮টা থেকে একযোগে দুই সিটির মোট ৩৪৫টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এরমধ্যে রাজশাহীর ১৫৫টি ভোটকেন্দ্রে মোট ১ হাজার ৮৬০ জন এবং সিলেটের ১৯০টি ভোটকেন্দ্রে মোট ২ হাজার ২৮০ জন আনসার-ভিডিপি সদস্য নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করছেন।

এছাড়াও প্রতি ৬টি সাধারণ ওয়ার্ডের জন্য একজন করে ৫ জন কর্মকর্তার সমন্বয়ে নির্বাচন মনিটরিং টিম এবং ৯ জন সদস্যের একটি নির্বাচন পরিচালনা টিম কাজ করছে। সেই সঙ্গে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) হতে যাওয়া এই নির্বাচনও যাতে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে শেষ হয়, সেজন্য মাঠে রয়েছে নির্বাচন কমিশনের ২৪ জন ম্যাজিস্ট্রেটও। পাশাপাশি পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নির্বাচনি দায়িত্ব পালন করছেন।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top