Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

বাগমারা ঝিকরায় ঈদুল-আযহা উপলক্ষে বিনামূল্য ভিজি এফ,র চাল বিতরণ

বাগমারা প্রতিনিধিঃ রাজশাহী জেলার বাগমারা উপজেলার ১২নং ঝিকরা ইউনিয়ন পরিষদে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ২০২৩-২৪ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
বুুধবার (২১ জুন২০২৩ ) সকাল ১১ টার সময় ঝিকরা ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ইউনিয়নে ৬৮৯ জন উপকারভোগীর মাঝে ১০ কেজি হারে চাল বিতরণ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন,কৃৃষি উপ-সহকারী অফিসার ও ট্যাগ কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান, ইউপি সচিব মোঃ মুক্তাদিরুল ইসলাম সোহাগ,সহকারী সচিব মোঃ মানিক মাহমুদ,ঝিকরা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মোসারফ হোসেন,ইউপি সদস্য কায়েম ফৌজদার, ইয়াহিয়া আল-মামুন, আঃ জব্বার চৌবদার, পরেশ উল্ল্যা, মকলেছুর রহমান,আঃ রহিম মন্ডল, মোবারক হোসেন মঞ্জু,মহিলা সদস্য নাছিমা বিবি, শান্তি বিবি,মোরশেদা বিবি, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশাদুুল ইসলাম, মিলন হোসেন, ডাঃ এমদাদুল হক, খয়রুল আলম শেখ, রমজান আলী, ঝিকরা ক্যাম্পের পুুলিশ,গ্রাম-পুুলিশ সহ প্রমুখ।
এ সময চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন,পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক জাতির জনক বঙ্গন্ধুর সুুযোগ্য কন্যা জননেত্রী দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ১০ কেজি হারে ভিজিএফ’র চাল উপকার ভোগীদের মাঝে বিতরণ করা হয়েছে।
উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, ঈদুল আযহা উপলক্ষে ঝিকরা ইউনিয়নে ৬৮৯ জন উপকারভোগীদের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ করা হবে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top