বাগমারা প্রতিনিধিঃ শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ। আওয়ামী লীগ সরকার খাদ্য বান্ধব সরকার। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কণ্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা গরীব অসহায়, বিধবা, তালাকপ্রাপ্ত মানুষ যেন না খেয়ে থাকে তাই ভিডব্লিউবি কার্ড চালু করেছেন। সারা দেশের ন্যায় রাজশাহী জেলার বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মহিলা অধিদপ্তরের আওতাধীন ২০২৩-২৪ চক্রের উপকারভোগীদের মঝে ভিডব্লিউবি চাল বিতরণ করেন ঝিকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান -মোঃ রফিকুল ইসলাম।
মঙ্গলবার (২০ জুন ২০২৩) সকাল ১১ টার সময় ঝিকরা ইউনিয়ন পরিষদ চত্বরে ভিডব্লিউবি চাল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিকরা ইউনিয়ন পরিষদের দায়িত্ব প্রাপ্ত ট্যাগ অফিসার ও কৃষি উপ-সহকারী মাহমুদুল হাসান,ঝিকরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মানিক প্রামানিক, ঝিকরা ইউনিয়ন পরিষদের সচিব মুুুুক্তাদিরুল ইসলাম সোহাগ, সহকারী সচিব মানিক মাহমুদ, ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য নাছিমা বিবি,শান্তি বিবি, মোরশেদা বিবি, ইউপি সদস্য কায়েম ফৌজদার, আঃ জব্বার চৌবদার,পরেশ উল্ল্যা, মকলেছুর রহমান, আঃ রহিম মন্ডল,মোবারক হোসেন মঞ্জু, ইয়াহিয়াা আল- মামুন, ঝিকরা ক্যাম্পের পুলিশ, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ- গ্রাম-পুুুলিশ ,উপকারভোগী প্রমুখ।
মহিলা অধিদপ্তরের আওতাধীন ২০২৩-২৪ চক্রের নতুন উপকারভোগীদের প্রতি মাসে ২২০ টাকা করে স্ব-স্ব হিসাব নম্বরে জমা রেখে প্রতি জনকে ৩০ কেজির এক বস্তা চাল প্রদান করা হয়। উক্ত উপকারভোগীরা দুই বছর পর তাদের সঞ্চয় হিসাবের সমদয় টাকা ফেরত পাবে বলে মহিলা বিষয়ক কর্মকর্তা জানান। ঝিকরা ইউনিয়ন পরিষদের ১৪৩ জন উপকারভোগীকে ৩০ কেজি করে চাল প্রদান করা হয়।
বাগমারায় উপকারভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ
Share!