জমি নিয়ে দ্বন্দ্ব ছিল শাজাহানের (৫৫)। এ নিয়ে মীমাংসার জন্য বসার কথা আজ শনিবার (১০ জুন)। তবে, এর আগের দিন রাতেই খুন করা হয়েছে শাজাহানকে। একইসঙ্গে জখম করা হয়েছে নিহতের স্ত্রী রাশিদাকে (৫০)। খবর পেয়ে আজ সকালে দুজনের দেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের ধারণা, এই দম্পতিকে হত্যার উদ্দেশেই তাদের ওপর চালানো হয়। গোষ্ঠীগত দ্বন্দ্বের কারণে গতকাল শুক্রবার রাতে তাদের ওপর এই হামলা চালানো হয়েছে।
বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গুরুত্বর আহত রাশিদা। আর শাজাহানের মরদেহ ময়নাতদন্তের জন্য একই হাসপাতালে পাঠানো হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ।
ওসি বলেন, ‘আমাদের ধারণা, রাতের কোনো এক সময়ে তাদের ওপর এই হামলা চালানো হয়। নিহতের সঙ্গে জমি নিয়ে গোষ্ঠীগত দ্বন্দ ছিল। আজ মীমাংসায় বসার কথা ছিল। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’