রবিবার এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। কিন্তু ম্যাচ শুরুর আগেই শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। তাই ম্যাচ শুরুর সময় নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।ফাইনাল ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। এর আগেই বৃষ্টি থেমে যাবে বলে আশা করছেন ক্রিকেটপ্রেমীরা। কারণ ভারত বাংলাদেশের এক জমজমাট লড়াই দেখার অপেক্ষায় রয়েছে কোটি কোটি মানুষ।রবিবার আবহাওয়ার পূর্বাভাসে আগেই বলা হয়েছিল রাজধানী ঢাকা, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে।সে আরো বলা হয়, দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।আবহাওয়া দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। অপর একটি পূবালী লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
মিরপুরে ভারী বৃষ্টিপাত, ম্যাচ শুরু নিয়ে অনিশ্চয়তা
Share!