আগামী ১৪ জুন থেকে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। রঙিন পোশাকে বাংলাদেশ সমীহ জাগানিয়া দল হলেও টেস্টে তেমনটা নয়। আফগানিস্তান সিরিজকে সামনে রেখে গত ২৯ মে থেকে অনুশীলন ক্যাম্প করছে বাংলাদেশ। ১০ তারিখ ঢাকায় আসবে আফগানরা।
আজ রোববার (৪ জুন) ক্যাম্পের ২৬ জন সদস্য থেকে টেস্ট ম্যাচের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিব আল হাসান না থাকায় টেস্টে দলের নেতৃত্ব দেবেন লিটন দাস। স্কোয়াডে ফিরেছেন তাসকিন আহমেদ।
দলে চমক রেখেছে বিসিবি। তিনজন আছেন একেবারে নতুন মুখ। নতুন দুই মুখ শাহাদাত হোসেন দিপু ও মুশফিক হাসান।
২১ বছর বয়সী ডানহাতি মিডল অর্ডার ব্যাটার দিপু প্রথম শ্রেণির ক্রিকেটে ২০ ম্যাচে রান করেছেন এক হাজার ২৬৫। ১০টি অর্ধশতকের সঙ্গে আছে দুটি অর্ধশতক। অন্যদিকে, ২০ বছর বয়সী পেসার মুশফিক প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩ ম্যাচে নিয়েছেন ৪৯ উইকেট। পাঁচ উইকেট নিয়েছেন তিনবার। এ ছাড়া আরেক নতুন মুখ সৈয়দ খালেদ আহমেদ।
বাংলাদেশ স্কোয়াড : লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সয়ৈদ খালেদ আহমেদ, ইবাদত হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, মুশফিক হাসান।