আপেল বসুনীয়া : তাফিজা বেগম, বয়স ২৮ বছর। স্বামী শারীরিকভাবে
প্রতিবন্ধী। নীলফামারী জেলার চিলাহাটির ভোগডাবুড়ী ইউনিয়নের ৫ নং
ওয়ার্ডে দুই সন্তান নিয়ে অন্যের জমিতে স্বল্প উপার্জনের মধ্যদিয়ে
কোনরকম জীবন নির্বাহ করেছে। এরই মধ্যে গত ১০ মে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে
তার আঁকড়ে ধরার বাসস্থানসহ শেষ সম্বলটুকু পুড়ে ছাই হয়ে যায়। সবকিছু
হারিয়ে নিঃস্ব প্রায় তফিজ বেগম স্বামী ও অবুঝ দুই শিশু সন্তান নিয়ে
খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। আজ ১২ দিন অতিবাহিত হলেও তফিজা
পাইনি কোন সরকারি অনুদান। এমনকি মাথা গোঁজানো ঠাইটুকু এখন পর্যন্ত মেরামত
করতে পারেনি। খাটের উপর কোন রকম প্লাস্টিক দিয়েই রাত্রি যাপন করছে।
কয়েক দিনের বৃষ্টিতে প্রতি রাতেই তফিজা ও তার অবুঝ দুই শিশুকে পানিতে
ভিজতে হয়। মানুষ মানুষের জন্য এটা কি শুধু গানেই থাকবে? না বাস্তব রূপেও
পরিণত হবে। সহযোগিতার জন্য এগিয়ে আসেনি কেউ, বাড়িয়ে দেয়নি সহযোগিতার
হাত। কবে পাবে মানবিক সহায়তা, সেই আশায় প্রহর গুনছে অসহায় পরিবারটি।
চিলাহাটিতে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন
Share!