স্বপ্ন ছোঁয়ার আগে শেষ লড়াইয়ে, ফাইনালে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে, ম্যাচটি।
মিরপুর ইনডোর স্টেডিয়ামের সামনে বুথ বসিয়ে টিকিট বিক্রি করছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
দুপুর পৌনে ১২টার দিকে শুরু হয়, এটি। এর আগে, সকাল থেকে টিকিট কেনার আশায় লম্বা লাইনে দাঁড়ান ক্রিকেটপ্রেমীরা। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সতর্ক পাহাড়ায় রয়েছেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
গতকাল মিরপুরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক কার্যালয়ের সামনে, পুলিশ-টিকিট প্রত্যাশীদের দফায় দফায় সংঘর্ষ হয়।
Share!