সাতক্ষীরায় ধানবোঝাই ট্রাক উল্টে দুই জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ২২ জন ৷ ঘমঙ্গলবার (১৬মে) ভোর পৌনে ৫টার দিকে পাটকেলঘাটা থানাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কুমিরা বাজারের কাছে এই ঘটনা ঘটে।
নিহতরা সুমন হোসেন (৩৫) শ্যামনগর উপজেলার কাশিমারী ইউনিয়নের মন্টু গাজীর পুত্র এবং আবুল হোসেন (৩৮) একই এলাকার মৃত ওমর আলীর পুত্র। এছাড়া ওই সময় নারীসহ আহত হয়েছে ২২জন। আহতরা সকলে দিনমজুরের কাজ করতো বলে জানা গেছে।
তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় পাওযা য়ায়নি। এদিকে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসেরকর্মীরা আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছেন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, শরীয়তপুর থেকে ধান কেটে নিয়ে ফেরার পথে ২৪ জন যাত্রী ও ২৪৫ বস্তা ধানসহ সাতক্ষীরার কুমিরা এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সুমন হোসেন ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আবুল হোসেন মারা যান। হতাহতরা সবাই ধানের বস্তার ওপর কোমরে নেট দিয়ে বাঁধা অবস্থায় ঘুমিয়ে ছিলেন।