আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদুল ফিতর উপলক্ষে সড়কপথে যাতায়াত নিরাপদ এবং নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিতে হবে। এজন্য সবাইকে শক্তভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, ভিআইপিদের চলাচল নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে হবে। কারণ, সড়কে ভিআইপিরা নিয়ম মেনে না চললে ভোগান্তি সৃষ্টি হয়। এ অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
ঈদুল ফিতর উপলক্ষে সড়কপথে যাতায়াত নিরাপদ এবং নির্বিঘ্ন করতে রোববার এক প্রস্তুতিমূলক সভায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।
তিনি বলেন, মাঝেমধ্যে ভিআইপিদের গাড়ি নিয়ম না মেনে উল্টোপথে চলাচল করে। এতে জনভোগান্তির সৃষ্টি হয়। অবস্থার পরিবর্তনে আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে পদক্ষেপ নিয়ে উদাহরণ তৈরি করতে হবে।
সেতুমন্ত্রী বলেন, সড়কপথে ও পরিবহনে শৃঙ্খলাজনিত কিছুটা ঘাটতি রয়ে গেছে। আরো সিক্স-ফোর লেনের রাস্তা করার পরিকল্পনা সরকারের আছে। সড়কে শৃঙ্খলা নিয়ে আসাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
তিনি আরো বলেন, গাজীপুরের বাস র্যাপিড ট্রানজিট কিছু ভোগান্তি সৃষ্টি করছে। এ সড়কটি ঈদের আগে যানজটমুক্ত রাখতে হবে। পাশাপাশি উত্তরাঞ্চলের দিকে বিশেষ নজর দিতে হবে।