ফ্রান্সে সংরক্ষিত সেনাদলে থাকার বয়স ৭০ করা হয়েছে। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ পুরো ইউরোপের নিরাপত্তা ব্যবস্থার চেহারা বদলে দিয়েছে। ফ্রান্সের মতো অনেক দেশ প্রতিরক্ষা খাতে বাজেট বরাদ্দ বাড়িয়েছে। ম্যাকরনের দেশ তো আরও একধাপ এগিয়ে সংরক্ষিত সেনাদলের বয়সও বাড়িয়ে দিল।
এই সংরক্ষিত সেনাদল মানে সামরিক প্রশিক্ষণ নেওয়া মানুষ এই সেনাদলে থাকবেন এবং প্রয়োজনে সামরিক কাজ করবেন। এই সেনাদলে থাকার বয়স ৭০ করার কথা ঘোষণা করেছেন প্রতিরক্ষামন্ত্রী।
প্রতিরক্ষা বাজেট বাড়ানোর কথা ঘোষণা করে মন্ত্রী বলেছেন, ‘সংরক্ষিত সেনাদলে থাকার বয়স বাড়িয়ে ৭০ করা হয়েছে। আর কিছু ক্ষেত্রে যেখানে বিশেষ দক্ষতা লাগে, সেখানে অবসরের বয়স করা হয়েছে ৭২ বছর।’
প্রতিরক্ষামন্ত্রীর মতে, ‘অনেকের সামরিক দক্ষতা থাকা সত্ত্বেও বয়সের কারণে তারা এই সেনাদলে থাকতে পারেন না। এর কোনো অর্থ হয় না। তাই বয়সসীমা বাড়ানো হলো।’