গাজীপুরের কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ বাঁশতলী এলাকায় ট্রাক চাপায় মামুন হোসেন (৩১) নামে এক গার্মেন্ট শ্রমিক নিহত হয়েছেন। মামুন হোসেন গাইবান্ধার গবিন্দগঞ্জ থানার শক্তিপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। শনিবার রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কালিয়াকৈর থানার সহকারী পরিদর্শক (এসআই) মুক্তি মাহমুদ জানান, রাতে কারখানা থেকে বাসায় ফেরার পথে পল্লীবিদ্যুৎ বাঁশতলী এলাকায় পূর্বচান্দরা সড়কে একটি ট্রাক মামুন হোসেনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পরে পুলিশ লাশ উদ্ধার করে। মামুন পূর্বচান্দরা এলাকায় ফারইস্ট পোশাক কারখানায় চাকরি করতেন। আজ রবিবার সকাল ১০ টার দিকে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।