বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়ন পরিষদে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (২১ই ফেব্রুয়ারী২০২৩ ) বাগমারা উপজেলা ঝিকরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ঝিকরা ইউনিয়ন পরিষদ উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ঝিকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ঝিকরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক প্রামানিকের পরিচালনায় উক্ত অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন,ঝিকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম। তিনি বলেন, ভাষাশহীদরা মাতৃভাষার জন্য তাদের বুকের তাজা রক্ত দিয়ে বাংলা ভাষাকে অমর করেছেন,আর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার কল্যানে আমাদের মায়ের মুখের ভাষা আন্তর্জাতিক মর্যাদা লাভ করেছে। এ জাতি সেই ঋণী কাঁধে অবনত মস্তকে আজ বীর শহীদের প্রতি কৃতঞতা প্রকাশ করছি। তিনি আরো বলেন,মাননীয় প্রধানমন্ত্রী দেশ পরিচালনার দায়িত্ব নেয়ার পর থেকে জাতীয় দিবসগুলো পালিত হচ্ছে। উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছে সে মুহুর্তে আরেক দেশ ইষান্বিত হয়ে কাজ করছেন। দেশের উন্নয়ন যেন বাধাগ্রস্ত না হয় সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পাশাপাশি নৌকার বিজয় ঘটাতে হবে।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঝিকরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, ঝিকরা ইউনিয়ন মুুুুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফজাল হোসেন প্রামানিক,ঝিকরা উচ্চ বিদ্যালয়ের সাবেক (ভারপ্রাপ্ত ) প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আঃ ওয়াহেদ। এ সময় আরো উপস্তিত ছিলেন,বাগমারা উপজেলার মুক্তিযোদ্ধার সাবেক কমান্ড কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফছার আলী, মোঃ আঃ সামাদ, মোঃ আশেক আলী, আলহাজ্ব মোঃ কলিমুর্দ্দিন, মোঃ আঃ জব্বার মন্ডল, মোকছেদ আলী মোল্লা, ঝিকরা ইউনিয়ন আওয়ামী লীগের -সাংগঠনিক সম্পাদক আবুুল কালাম, ঝিকরা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মোসারফ হোসেন, ইউপি সদস্য-মোঃ ইয়াহিয়া আল- মামুন,মোঃ শাহাদাৎ হোসেন, মহিলা সদস্য- মোছাঃ নাছিমা বিবি,মোছাঃ মোরশেদা বিবি, মোঃ হাবিবুর রহমান, ডাঃ মোঃ এমদাদুল হক, মোঃ মিলন, গ্রাম- পুলিশ প্রমুখ। অনুষ্ঠানে ঝিকরা ইউনিয়ন আ’লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমান সহ শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। অনুষ্ঠানের আগে দলীয় কার্যালয় ও ইউনিয়ন পরিষদে কালো পতাকা উত্তোলন এবং জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমীত রাখা হয়।
বাগমারা ঝিকরায়,আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ভাষা শহীদ, আলোচনা ও দোয়া মাহফিল অনুুষ্টিত।
বাগমারা ঝিকরা ইউনিয়ন পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালিত
Share!